চট্টগ্রামঃ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান (এইচএসসি) পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ছিল ৪৮৬ জন পরীক্ষার্থী। তারমধ্যে ৩৩০ জনই চট্টগ্রাম নগরের।
মঙ্গলবার (২৯ আগস্ট) পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১১৩টি কেন্দ্রে মোট ৭৮ হাজার ৪৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৭৮ হাজার ১২ জন পরীক্ষার্থী। অনুপস্থিত পরীক্ষার্থীর হার শতকরায় শূন্য দশমিক ৬২ ভাগ প্রায়।
এরমধ্যে চট্টগ্রামের ৬৯টি পরীক্ষা কেন্দ্রে ৫৯ হাজার ২৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ৩৩০ জন। কক্সবাজারে ৮ হাজার ৭৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৮ হাজার ৬৯২ জন এবং অনুপস্থিত ছিল ৭৪ জন। রাঙামাটি জেলায় ২ হাজার ৯৬৯ জনের মধ্যে অংশ নেয় ২ হাজার ৯৪৯ জন। অনুপস্থিত ছিল ২০ জন পরীক্ষার্থী।
একইভাবে খাগড়াছড়ি জেলায় ৪ হাজার ৫৪৪ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৪ হাজার ৪৯৪ জন এবং অনুপস্থিত ছিল ৫০ জন। বান্দরবান জেলায় ২ হাজার ৯৪৭ জনের মধ্যে অংশ নেয় ২ হাজার ৯৩৫ জন এবং অনুপস্থিত ছিল ১২ জন পরীক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ জানান, ‘আজ এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪৮৬ জন পরীক্ষার্থী। তাছাড়া সকল পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়