চট্টগ্রামে এখনও ৭৪০২ শিক্ষার্থী কলেজ পায়নি

চট্টগ্রামঃ একাদশ শ্রেণিতে তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষে ভর্তি শুরু হয় ২৬ সেপ্টেম্বর। ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে গত ৫ অক্টোবর। গতকাল রবিবার শুরু হয়েছে ক্লাস। তবে চট্টগ্রামে এখনও ৭ হাজার ৪০২ শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়নি। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা উৎকণ্ঠা প্রকাশ করেছেন।

গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১১টি শিক্ষা বোর্ডে মোট ২০ লাখ ৪১ হাজার ৪৫০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানে পাস করেছে ১ লাখ ২০ হাজার ৮৬ জন; এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৬১২। অথচ চট্টগ্রামের নাম করা সরকারি আট কলেজের আসন মাত্র ৯ হাজার ৯১০। ফলে অনেকেই ভালো কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

কলেজ না পাওয়া শিক্ষার্থী পায়েল চৌধুরীর বাবা কানু চৌধুরী বলেন, ‘ভালো ফল করেও পছন্দের কলেজে ভর্তির স্বপ্ন পূরণ হচ্ছে না মেয়ের। আরেকবার আবেদনের সুযোগ মিলেছে। এবারও সরকারি কলেজ না পেলে পড়ালেখা চালিয়ে নেওয়া কঠিন হবে।’

এদিকে, এসএসসি পাসের পর তিন ধাপে আবেদন করেও কলেজ না পাওয়া শিক্ষার্থীদের আবার আবেদনের সুযোগ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সর্বশেষ এ ধাপে শিক্ষার্থীরা রোববার ও সোমবার সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত আবেদন করতে পারবে। ফল প্রকাশ ১১ অক্টোবর রাতে। নির্বাচিতরা ১২ ও ১৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত ভর্তি নিশ্চায়নের সুযোগ পাবে। ভর্তি প্রক্রিয়া চলবে ১৫ অক্টোবর থেকে। গত বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক বলেন, ‘বেশির ভাগ শিক্ষার্থী ১০ কলেজের জায়গায় ৪-৫টি পছন্দক্রম দিচ্ছে। ফলে বেশি নম্বরধারীরা সুযোগ পাচ্ছে এবং বাকিরা বাদ পড়ছে।’ তিনি আরও বলেন, ‘স্ব স্ব কলেজের বিদ্যমান আসন দেখে সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রেখে এবারও অনলাইনে আবেদন করতে হবে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়