চাঁপাইনবাবগঞ্জঃ ভূমিসেবা সপ্তাহে ঘুস চাওয়ার প্রতিবাদ করায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে উলটো জরিমানা দিতে হয়েছে মাদ্রাসা শিক্ষককে। ঘ
টনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে নাচোল উপজেলা ভূমি অফিসে।
তবে ওই শিক্ষকের অভিযোগ অস্বীকার করে সরকারি কাজে বাধা দেওয়ার উলটো অভিযোগ করেছেন সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস। এদিকে ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। ভুক্তভোগী ওই ব্যক্তি নাচোল বেগম মহসিন মাদ্রাসার সহকারী শিক্ষক নুরুল ইসলাম নুরু। ভু
ক্তভোগী শিক্ষক নুরুল ইসলাম নুরু জানান, ৭ মাস আগে নাচোল উপজেলা ভূমি অফিসে জমির রেকর্ড সংশোধন ও জমির সীমানা নির্ধারণের জন্য লিখিত আবেদন করি। পরে ভূমি অফিসের কানুনগো এরফান আলীর সঙ্গে রেকর্ড সংশোধনের বিষয়ে যোগাযোগ করলে তিনি কাজ করে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা ঘুস দাবি করেন। তার কথামতো আমি ১০ হাজার টাকা দিই। বাকি ৪০ হাজার টাকা না দেওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
কানুনগো এরফান আলী বলেন, নুরুল ইসলামের ঘুস লেনদেনের বিষয়টি বানোয়াট। আমাকে হয়রানি করতে অফিসে এসে গালাগাল করেছেন।
সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস বলেন, নুরুল ইসলাম অফিসে এসে প্রকাশ্যে হুমকি দিয়েছে ক্ষতিসাধনের। এছাড়া সরকারি কাজে বাধা প্রদান করেছে। তাকে হয়রানি করা হয়নি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়