নিজস্ব প্রতিবেদক,রাজশাহীঃ গ্রেড সুরক্ষায় শিক্ষকদের ছয় দফা দাবি পূরণের আহ্বান জানিয়েছে রাজশাহী বিভাগের সরকারিকরণ কলেজের শিক্ষক-কর্মচারীরা।
শুক্রবার বিভাগীয় গ্রেড সুরক্ষা কমিটির উদ্যোগে পবা উপজেলার নওহাটা ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। দফাগুলো হলো সরকারি আদেশ জারির পূর্বে বেসরকারিভাবে প্রাপ্ত বেতন গ্রেড ও স্কেল ঠিক রাখা, সরকারি হওয়ার আগের চাকরিকাল সরকারিভাবে গণ্য করা, নিয়মিত পদোন্নতি, সরকারিকরণ কলেজগুলোর মধ্যে শিক্ষকদের বদলির সুযোগ প্রদান ও পূর্ণকালীন অবসর সুবিধা দেওয়া।
সভায় সরকারিকরণ রাজশাহী বিভাগের বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। আগামী ৩০ এপ্রিলের মধ্যে দফাগুলো পূরণ না হলে শিগগির আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, বিধি সংশোধনের নামে অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয় মুলা ঝুলিয়ে রেখেছেন। অহেতুক কালক্ষেপণ করা হচ্ছে। শিক্ষা অধিদপ্তরের এক শ্রেণির কর্মকর্তার কারসাজিতে সরকারিকৃত কলেজ শিক্ষকরা কাঙ্ক্ষিত গ্রেড ও স্কেল থেকে বঞ্চিত হচ্ছেন।
নওহাটা সরকারিকরণ কলেজের অধ্যক্ষ তৈয়ব আলীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে গ্রেড সুরক্ষা কমিটির আহ্বায়ক শামসুল আলম, নাসির উদ্দীন সাজেদুর রহমান লিটু ও সদস্য ফিরোজা বুলবুল কলি, শাহজালাল আজীম, কামরুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন। শেষে বিভাগীয় ২১ সদস্যের গ্রেড সুরক্ষা কমিটি গঠন করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়