গৌরনদীতে শ্রেণিকক্ষে ফ্যান পড়ে শিক্ষক আহত

বরিশালঃ জেলার গৌরনদীতে শ্রেনীকক্ষে পাঠদানের সময় ফ্যানের হুক ভেঙ্গে নিচে পড়ে মাদ্রাসা শিক্ষক আহত হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলার মাহিলারা জামিয়া মাদানিয়া শরিয়াহ এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষক হাফেজ মাওলানা মো. মহিবুল্লাহকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক জানান, কিতাব বিভাগের শিক্ষক মাওলানা মহিবুল্লাহ ইয়াজদাহম ক্লাস নিচ্ছিলো।

এ সময় হুক ভেঙ্গে ফ্যান পড়ে যায়। ফ্যান পড়ে গিয়ে ঘোরার কারনে শিক্ষকের মুখে কয়েকস্থানে কেটে গিয়েছে। তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অধ্যক্ষ আরো জানান, ক্লাসে ১০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের কারো কিছু হয়নি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়