ঢাকাঃ গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করার পর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত হামলা শুরু করে ইসরায়েল বাহিনী।
এরপর থেকে যত দিন যাচ্ছে ইসরায়েলের হামলা ততই তীব্র হচ্ছে। আর এই যুদ্ধ সবচেয়ে বেশি মারাত্মক প্রভাব ফেলেছে সাংবাদিকদের উপর।
ইসরায়েল ও গাজার যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত ২৩ দিনে অন্তত ৩১ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করা মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস।
সোমবার এক বিবৃতিতে এ খবর জানায় সিপিজে। নিহত এই সাংবাদিকদের মধ্যে ২৬ জন ফিলিস্তিনের, ৪ জন ইসরায়েলের এবং একজন লেবাননের নাগরিক। এছাড়া নয়জন সাংবাদিক নিখোঁজ রয়েছেন এবং আটজন সাংবাদিক গুরুরত আহত অবস্থায় আছেন বলে জানিয়েছে সংস্থাটি।
সিপিজের তথ্য অনুযায়ী, নিহত সাংবাদিকদের মধ্যে সুপরিচিত ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা রোশদি সররাজ এবং রয়টার্সের বৈরুত-ভিত্তিক ভিডিওগ্রাফার ইসাম আবদুল্লাহ ও রয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে।
সিপিজের বিবৃতিতে বলা হয়, গাজার সাংবাদিকরা ইসরায়েলের স্থল হামলার সংবাদ সংগ্রহ করছেন। এতে সাংবাদিকরা সর্বোচ্চ জীবনের ঝুঁকিতে রয়েছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়