গাজায় হামলা: শের-ই বাংলা মেডিকেলের শিক্ষক, শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকাঃ ফিলিস্তিনে ইসরায়েলী বাহিনীর হামলা ও দখলদারিত্বের প্রতিবাদে বরিশাল নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসকরা।

শিক্ষার্থীদের আয়োজনে বৃহস্পতিবার সকালে মেডিকেল কলেজের সামনে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে অংশ নেয়া উপাধ্যক্ষ প্রফেসর ডা. জিএম নাজিমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফিলিস্তিনে নিরীহ মানুষের উপর হামলায় ইসরায়েলকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা সহযোগিতা করছে। যুদ্ধের আন্তর্জাতিক নিয়ম না মেনে এ হামলা ও দখলদারিত্ব মেনে নেওয়া যায় না।

“বাংলাদেশও এর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু মুসলিম বিশ্ব চুপ করে আছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। শিক্ষার্থীদের আয়োজনে আমরা সমর্থন জানিয়েছি। ফিলিস্তিনিদের পক্ষে শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা সব ধরনের সহায়তা করতে প্রস্তুত।”

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ফিলিস্তিনের ২৩ শিক্ষার্থীও অংশ নিয়েছে বলে উপাধ্যক্ষ জানান।

‘ফ্রি প্যালেস্টাইন, ইসরায়েলী দখল বন্ধ করো’ শিরোনামে অংশ নেয়া শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদের হাতে নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে ব্যানার, ফিলিস্তিনিদের পতাকা ও বাংলাদেশের পতাকা দেখা যায়।

এ সময় ‘বিশ্বের মুসলিম এক হও এক হও’, ‘সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও ছাত্রসমাজ’, ‘উই আর উইথ প্যালেস্টাইন’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’সহ বিভিন্ন শ্লোগান দেন শিক্ষার্থীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. জাহিদ হাসান, ডা. আকবর কবির, ডা. রেজাউর রহমান, ডা. নূরুল হক, ডা. প্রবীর কুমার, ডা. আবুল হোসেন।

এছাড়াও একই বিষয়ে বরিশাল নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়