গাজায় খ্রিস্টান শিক্ষকও রক্ষা পেল না ইসরাইলের হাত থেকে

ঢাকাঃ গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরাইলের মধ্যে সংঘাত চলছে। এই সংঘাতে নারী-শিশু কেউ রক্ষা পাচ্ছে না ইসরাইলের হাত থেকে। এবার তারা ছাড় দিলেন না এক খ্রিস্টান শিক্ষককেও।

ইলহাম ফারাহ নামে ওই শিক্ষক গাজার ফিলিস্তিনি খ্রিস্টান সম্প্রদায়ের একজন সদস্য। অবসর নেয়ার আগে সঙ্গীত শিক্ষক হিসেবে কাজ করে তার কর্মজীবন অতিবাহিত করেন। তিনি ছিলেন হান্না ফারাহ-এর কন্যা, যিনি একজন সুপরিচিত ফিলিস্তিনি কবি ছিলেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ফারাহকে ১২ নভেম্বর গাজা শহরের হলি ফ্যামিলি চার্চের বাইরে ইসরাইলি সেনাবাহিনী গুলি করে।

৮৪ বছর বয়সী ইলহাম ফারাহ ইসরাইলি বোমাবর্ষণ থেকে রক্ষা পেতে গির্জায় আশ্রয় নিয়েছিলেন। তার বাড়ি বিমান হামলা থেকে বেঁচে গেছে কিনা তা দেখার জন্য বাইরে বের হয়েছিলেন।

বাইরে বের হওয়ার কারণে ফারাহ পায়ে গুলিবিদ্ধ হন। পরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বোমা হামলার তীব্রতার কারণে গির্জার লোকেরা তাকে সাহায্য করতে পারেনি।

এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গাজা উপত্যকায় ইসরাইলি হামলার ৩৮তম দিনে প্রবেশ করার সাথে সাথে কমপক্ষে ১১ হাজার ১৮০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ৭ হাজার ৭০০টিরও বেশি শিশু এবং নারী। আহত হয়েছে ২৮ হাজার ২০০ জনেরও বেশি ।

গত মাস থেকে অবরুদ্ধ ছিটমহলে ইসরাইলের অবিরত বিমান ও স্থল হামলায় হাসপাতাল, মসজিদ এবং গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

ইসরাইলি সরকারি পরিসংখ্যান অনুসারে, ইতোমধ্যে ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়েছে।

উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।

বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।
সূত্র : মিডল ইস্ট আই ও আল-জাজিরা

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়