গাছে ফোটে চকোলেট!

নিউজ ডেস্ক।।

চকোলেট শুধু দোকান বা ফ্রিজে নয়, যদি পাওয়া যেত বাগানে? তাহলে বেশ ভালোই হতো। তবে এই চকোলেট সেই মুখরোচক চকোলেট নয়। বলা হচ্ছে, চকোলেট ফুলের কথা। চকোলেট কসমস একটি বিরল প্রজাতির ফুল।
ফুলটির ঘ্রাণ একদম চকোলেটের মতো। যে ফুলের ঘ্রাণ আনন্দের সাথেই উপভোগ করা যায়। ফুলটি লাল রঙের। মখমলের মতো পাতা এবং মাঝখানটা দেখতে কিছুটা কালচে রঙের।
১-৮০০-ফ্লাওয়ার্স ডটকমের প্রডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইনের ভিপি যুক্তরাষ্ট্রের ভ্যালেরি ঘিটেলম্যান এই ফুলের কথা বলতে গিয়ে জানিয়েছেন, এই ফুল থেকে কেউ কেউ লাল রেড ভেলভেট কেকের অনুভূতিও পান। তবে এর সুবাস আমাকে চকোলেট এবং তাজা বেক্ড চকোলেট বিস্কুটের গন্ধ মনে করিয়ে দেয়, যা অতুলনীয়।
চকোলেট কসমসের জন্ম মূলত মেক্সিকোতে। মেক্সিকোর স্থানীয় হলেও অন্য দেশের আবহাওয়াতেও এটি জন্মায়। ইন্টারনেট।