গাইবান্ধায় “কল্লা কাটা’ গুজব ঠেকাতে চলছে মাইকিং

শহিদুল হক, গাইবান্ধা প্রতিনিধি ।।
সারা দেশে কল্লা কাটা গুজব ছড়িয়ে পড়ার ফলে দেশব্যাপী একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সারা দেশে গণপিটুনিতে নিহত হয়েছে বেশ কয়েকটি তাজা প্রাণ। এই অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক করতে সাদুল্লাপুর থানা পুলিশ ইতিমধ্যেই গণসংযোগ করছে। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে শহরে মাইকিং করাও শুরু হয়েছে।

এ ব্যাপারে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, ‘‘ইতিমধ্যেই থানার ফেসবুকপেজসহ সাদুল্লাপুর বাসীকে কল্লা কাটা গুজবে কাউকে উত্তেজিত ও বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
যারা গুজব ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে এবং মানুষকে পিটিয়ে হত্যা করে- এদের কোনো তথ্য পেলে ০১৭১৩৩৭৩৮৯৩ নাম্বারে ফোন দিয়ে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা। পাশাপাশি সাদুল্লাপুর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য যেকোনো অস্বস্তিকর পরিস্থিতির মোকাবিলায় সাদুল্লাপুর পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।