মেহেরপুর জেলা প্রতিবেদকঃ জেলার গাংনী উপজেলাকে এসডিজি গড়ে তোলার লক্ষ্যে এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক ফোরামের আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং দি হাঙ্গার প্রজেক্টের গাংনী এলাকা সমন্বয়কারী হেলালউদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম , দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার, নির্বাচন অফিসার কামরুল ইসলাম শিক্ষা অফিসার নাসিরুদ্দিন, মৎস্য অফিসার খন্দকার শহীদুর রহমান, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, সাংবাদিক মজনুর রহমান আকাশ, দৈনিক লাখোকন্ঠের জেলা প্রতিনিধি রফিকুল আলম বকুল, সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ এবং উপজেলা স্বেচ্ছাসেবক ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্টের বিভিন্ন রকম কাজ দিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্প পরিচালক রুবেল সিদ্দিকী। অনুষ্ঠানে এমডিজি বাস্তবায়নে দি হাঙ্গার প্রজেক্টের বিভিন্ন কাজ এবং করণীয় নিয়ে আলোচনা করা হয়। ইউনিয়ন পরিষদের সাথে দি হাঙ্গার প্রজেক্ট কিভাবে সমন্বয় করে কাজ করে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা দি হাঙ্গার প্রজেক্টের কাজের ভুয়সী প্রশংসা করা হয়। গাংনী উপজেলাকে এসডিজি উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের করণীয় নিয়ে আলোচনা করা হয়। সরকারী, বেসরকারি সহ সকলের সমন্বয়ে গাংনী উপজেলাকে এসডিজি উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রীতম সাহা বলেন,এসডিজিতে ১৭ টি গোল রয়েছে। বাংলাদেশ এমডিজিতে সফলভাবে শেষ করে টেকসই উন্নয়ন করতে চাই।
তিনি বলেন, সম্পদের সর্বনিম্ন অপব্যবহার করে সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করতে হবে। কাউকে পিছিয়ে ফেলে নয় সবাইকে নিয়ে উন্নয়ন যাত্রায় অংশগ্রহণ করতে হবে। তিনি জানান, তৃনমুল পর্যায়ের উন্নয়ন করার চিন্তা করে কাজ হচ্ছে।
তিনি বলেন,প্রত্যেক বিভাগের দায়িত্ব যারা আছেন তাদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে ইউনিয়ন, উপজেলা ও জেলার বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। তিনি জানান, খাদ্য নিরাপত্তা, আমিষ আহরন মানসম্মত শিক্ষা, চিকিৎসা ও জনস্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে এসডিজি লক্ষ্য অর্জনে সহায়ক হবে। তিনি সরকারের গৃহীত বিভিন্ন সামাজিক ভাতা ও সুবিধার কথা উল্লেখ করেন। ইউনিয়ন পরিষদের মাসিক উন্নয়ন সভা যেন কার্যকরভাবে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি দি হাঙ্গার প্রজেক্টের বিভিন্ন কাজের প্রশংসা করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়