গাঁটছড়া: আয়মানের অনুভূতি ‘অদ্ভুত’, ‘স্টার’ পেয়ে গেছেন মুনজেরিন

ঢাকাঃ দীর্ঘদিন প্রেমের সম্পর্কে। তা নিয়ে ছিল ‘লুকোচুরি’। ইশারা-ইঙ্গিতে সম্পর্কের গভীরতা বুঝিয়েছেন নানা অনুষ্ঠানে। অবশেষে গাঁটছড়া বাঁধলেন আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ। আকদ সেরেই অনুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন দুজনই।

বিয়েটা আয়মান সাদিকের কাছে যেন এক অদ্ভুত অনুভূতি। আর মুনজেরিন পেয়ে গেছেন তার জীবনের স্টার (তারকা)। নেট দুনিয়ায় জনপ্রিয় এ জুটি নেটিজেনদের জানিয়েছেন তাদের এমন অনুভূতির কথা।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ঠিক সোয়া ৫টায় দুজনই একই ছবি শেয়ার করে দিয়েছেন পোস্ট। তবে, তাদের দুজনের অনুভূতি দু-রকম। অনুভূতি যেমনই হোক, শেয়ার করা ছবিতে দুজনকেই দেখাচ্ছে হাস্যোজ্জল ও প্রাণোচ্ছল।

আয়মান সাদিক তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আলহামদুল্লিাহ, অনুভূতিটা অদ্ভুত।’ আর মুনজেরিন শহীদ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ফাউন্ড মাই স্টার’। বাংলা করলে যা দাঁড়ায়- ‘আমার তারকাকে পেয়ে গেছি’।

আয়মানের ফেসবুক পোস্টের নিচে বিকেল ৫টা ৫৫ মিনিটে মাত্র ৪০ মিনিটে রিয়্যাক্ট করেছেন ৪ লাখ ৬০ হাজার মানুষ। কমেন্ট করে অভিনন্দন জানিয়েছেন ৭৬ হাজার ব্যবহারকারী এবং পোস্ট শেয়ার করেছেন ২৫ হাজার মানুষ। অন্যদিকে, মুনজেরিনের পোস্টে রিয়্যাক্ট করেছেন চার লাখ মানুষ। কমেন্ট করেছেন ৬৮ হাজার এবং শেয়ার করেছেন ২৬ হাজার ব্যবহারকারী।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়