গলাচিপায় সাবেক প্রধান শিক্ষক মো.মোসলেম আলম এর ইন্তেকাল

গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা।।
গলাচিপা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো.মোসলেম আলম (৯৫) শুক্রবার সকালে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ফিডার রোডের নিজ বাসায় বার্ধক্য জনীত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি………রাজিউন)। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, দুই মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তিনি সিলেট ওসমানি মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক হৃদরোগ বিশেষজ্ঞ ডা.মো.শাহাবুদ্দিন বাবুলের বাবা। শুক্রবার বাদ জুম্মা গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ১ম ও উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মোসলেম মাষ্টার মৃধা বাড়ির মসজিদ মাঠে ২য় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।