গবেষণায় চুরি বিদ্যা বাদ দিতে হবে: ভিসি ড. সৌমিত্র শেখর

এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ঃ জাতীয় কবি কাজী  নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেছেন, গবেষণায় চুরি বিদ্যা বাদ দিতে হবে। গবেষণায় চুরি বিদ্যা ধরা পড়লে বড় শাস্তি পেতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্লেজারিজম চেকার সফটওয়্যার আনার ব্যবস্থা করেছি। কিছুদিনের মধ্যেই যুক্ত হবে। তখন যেকোন গবেষণার জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হবে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তরুণ গবেষকদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা শিক্ষার পেছনে ছোট, গবেষণার পেছনে ছোট নিজেদেরকে প্রকৃত গবেষক হিসেবে গড়ে তোল। তবে গবেষণার জন্য সারা পৃথিবীতেই একটা পথ লাগে। এটাকে পদ্ধতি বিদ্যা বলে। আমার যা মনে হলো তাই আমি লিখে দিলাম সেটা গবেষণা-এটা খুব খারাপ ব্যাপার। কিছু কিছু বিশ্ববিদ্যালয় আবার এসবকে উৎসাহিত করে। যে যাই পৃষ্ঠাভরে লিখে দিল সেটাই গবেষণা। এটা ভুল। আপনাকে গবেষণার জন্য একটি স্বীকৃত পদ্ধতি অনুসরণ করতে হবে।

গবেষণার গুরুত্ব তুলে ধরে উপাচার্য আরও বলেন, গবেষণা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই গবেষণার মধ্যদিয়েই মানুষ অনেক কিছু করে। গবেষণা না হলে নুতন কোনকিছু আবিষ্কার হয় না। আমাদের ক্ষেত্র ভিন্ন হতে পারে কিন্তু গবেষণা করে জনসম্মুখে যে ফল আমরা প্রকাশ করি সেটার উপর ভিত্তি করে কিন্তু একটির সঙ্গে আরেকটির সম্পর্ক দাঁড়ায়। গবেষণার পরিমাণের চেয়ে গবেষণার মানের দিকে শিক্ষার্থীদের নজর দিতে হবে।

প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেটি মূলত সংস্কৃতির উপর নির্ভর করে চলে। ভারতবর্ষও তাই। ভারতবর্ষ অনেক কিছুর পরও টিকে আছে কারণ এর সংস্কৃতি অনেক শক্ত। এই সংস্কৃতিও আমরা বাঙালিরাও পেয়েছি। অথচ আমরা আমাদের সংস্কৃতিকে চটুল গান, চটুল নাচের দিকে কেন জানি নিয়ে গেছি। আর এজন্য যারা দায়ী তাদের ভেবে দেখতে হবে, সংস্কৃতি মানেই চটুল গান নয়। এর বাইরেও অনেক কিছু আছে। সে অনেক বিষয় নিয়ে শিক্ষার্থীদের ভাবতে হবে।

বিভাগীয় প্রধান ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. আতাউর রহমান, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। প্রবন্ধ মূল্যায়ন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. কৌশিক সরকার। স্বাগত বক্তব্য দেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যপক মো. মেহেদী তানজির।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৯/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়