গণিত ও ইংরেজির ভয় দূর করতে উদ্যোগ নিয়েছে সরকার

শিক্ষাবার্তা ডেস্কঃ শিক্ষার্থীদের গণিত ও ইংরেজির ভয় দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, আফটার স্কুল লার্নিং ব্যবস্থার মাধ্যমে আধুনিক শিক্ষায় দক্ষ করে আগামী প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের জন্য তৈরি করতে আমরা ‘ব্র্যাক কুমন’ শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন করছি।

গতকাল নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সহজ অংক ও ইংরেজিতে শিক্ষার্থীদের গড়ে তোলার জন্য শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ডিজিটাল স্মার্ট শিক্ষা ব্যবস্থা কুমন কানেক্ট উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কন্ফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

পলক বলেন, ‘২০৪১ সাল নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য ভবিষ্যৎ নাগরিকদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলা হবে। তাদের মধ্যে যাতে সমস্যার সমাধান করা, বিশ্লেষণ করার ক্ষমতা তৈরি হয় এজন্য প্রয়োজন একেবারে বেসিক ম্যাথমেটিক্যাল স্কিল্ডার এবং যদি বেসিক ম্যাথমেটিক্যাল ও ইংলিশ ভালো করে শিখানো যায় তাহলে তারা যে পেশায় যাক না কেন সে সেখানে ভালো করবে। আর সেজন্যই এই সহজ শিক্ষাব্যবস্থা শিশু কিশোরদের উপহার দেওয়া হচ্ছে।’

পলক আরও বলেন, ‘পৃথিবীতে তিনটা সম্পদ আছে যা বিতরণ এবং অন্যের সাথে ভাগাভাগি করলে কমে না বরং বৃদ্ধি পায়, তা হলো ভালোবাসা, সম্মান ও জ্ঞান। তাই গণিত ও ইংরেজির ভয় দূর করে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের মাধ্যমে আফটার স্কুল লার্নিং ব্যবস্থার মাধ্যমে আধুনিক শিক্ষায় দক্ষ করে আগামী প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের জন্য তৈরি করতে আমরা ‘ব্র্যাক কুমন’ শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন করছি।’

অনুষ্ঠানে সিংড়ার ইউএনও মাহমুদা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন তথ্য প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল, অতিরিক্ত মহা পরিচালক রফিকুন্নবী, জাপানী প্রতিনিধি কৈচি স্যাং।

এসময় উপস্থিত ছিলেন- সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু প্রমুখ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৩/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়