গণবিজ্ঞপ্তি নিয়ে যা বললেন এনটিআরসিএর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক।।

সারদেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে প্রায় লাখের মতো শিক্ষকের পদ শূন্য রয়েছে। ৫ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে এসব পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তবে এখনই ৫ম গণবিজ্ঞপ্তি নিয়ে ভাবতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

গতকাল বুধবার (১৫ নভেম্বর) এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খান গণমাধ্যমকে জানিয়েছেন, ৫ম গণবিজ্ঞপ্তি নিয়ে এখনো আলোচনার সময় আসেনি। আমরা প্রথমে ১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ করব। নিবন্ধনের ফল প্রকাশ হয়ে গেলে তখন ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। তাই এই মুহূর্তে এ বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না।

এনটিআরসিএ’র একটি সূত্র জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে ১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরপর ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশের কাজ শুরু হবে। তবে জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই অবস্থায় ফেব্রুয়ারি অথবা মার্চে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। তবে বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএ’র শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের পর ৫ম গণবিজ্ঞপ্তি নিয়ে কাজ শুরু হবে। ৭ জানুয়ারি নির্বাচন পরবর্তী কোনো সহিংসতা না হলে মার্চের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। তবে বিষয়টি নির্ভর করবে শিক্ষা মন্ত্রণালয়ের উপর।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়