খোকসা সরকারি কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ জেলার খোকসা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মোহা. আব্দুল লতিফ। জাতীয়করণের পর এই প্রথম অধ্যক্ষ পেল কলেজটি ।

বৃহস্পতিবার তিনি কলেজটতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর আগে গত বুধবার (১৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে খোকসা সরকারি কলেজে অধ্যক্ষ পদে পদয়ন করা হয়।

আজ বেলা ১১ টায় অধ্যাপক ড. মোহা. আব্দুল লতিফ কলেজ প্রাঙ্গনে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বেলাল উদ্দিন। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য মুক্তির মন্ত্র এর পাদদেশে পুষ্পমাল্য অর্পণের পর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কলেজ মিলনায়তনে যোগদান পত্র স্বাক্ষর করার মাধ্যমে তিনি যোগদান করেন।

সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে যোগদান সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত অধ্যক্ষ ডঃ আব্দুল লতিফ এর সহধর্মিনী কুষ্টিয়া জেলা স্কুলের সহকারী শিক্ষক মোছা: মাহবুবা বেগম ও কুষ্টিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুল কুদ্দুস খান।

এ সময় কলেজের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে নবাগত অধ্যক্ষকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, ন্যায়নিষ্ঠা ও সরকারের দায়িত্ব কর্তব্যের মধ্যে দিয়ে আগামী উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় বুকে ধারণ করে খোকসা কলেজকে স্মার্ট কলেজ হিসাবে রূপান্তরিত করার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুপ্রাণিত হয়ে সকলকে একযোগে আগামী উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, খোকসা সরকারি কলেজের নতুন এই অধ্যক্ষ ড. মোহা. আব্দুল লতিফ কুষ্টিয়া জেলার জিয়ারকি ইউনিয়নের গোপালপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। এর আগে তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে  কর্মরত ছিলেন।

আরও পড়ুনঃ খোকসা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ ড. লতিফ

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়