খোকসা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ ড. লতিফ

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ জেলার খোকসা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহা. আব্দুল লতিফ।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে পদয়ন করা হয়।

এর আগে অধ্যাপক ডঃ মোহা. আব্দুল লতিফ পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে  কর্মরত ছিলেন।

জানা গেছে, এ পদানের ফলে দীর্ঘদিন যাবত খোকসা সরকারি কলেজের প্রশাসনিক অচলাবস্থা নিরসন হবে বলে মনে করেন কলেজ সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ।

উল্লেখ্য, সরকারের এক প্রজ্ঞাপনে গত অর্থবছরে কলেজটি সরকারীকরণ করা হয়। সরকারিকরণের পর থেকে ভারপ্রাপ্ত অধ্যাপক বেলাল হোসেনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এদিকে কলেজের নতুন অধ্যক্ষ পাওয়ার বিষয়টি জানতে পেরে আনন্দ উচ্ছ্বসিত হয়ে ওঠেন কলেজ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ।

খোকসা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ ডক্টর মোহা. আব্দুল লতিফ কুষ্টিয়া জেলার জিয়ারকি ইউনিয়নের গোপালপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়