শিক্ষাবার্তা ডেস্কঃ খেলাধুলা শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ দেয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
গতকাল ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চেচুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মুক্তাগাছার বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের কাজের মধ্য দিয়ে যে অসাধারণ সাংস্কৃতিক সৃষ্টি দেখিয়েছে সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। মাঠের জায়গা একটু বাড়াতে পারলে শিক্ষার্থীদের খেলাধুলায় আরও সুবিধা হবে। প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের স্বার্থে খেলার মাঠ সম্প্রসারণের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে বিদ্যালয়ের চারপাশে যাদের জমি আছে তারা যদি সহযোগিতার হাত বাড়ান তবেই এটির বাস্তবায়ন সম্ভব।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমজাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আরব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী, দুল্লা ইউপি চেয়ারম্যান হোসেন আলী প্রমুখ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তাগাছা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/৩০/২৩