টি এইচ জায়িম।।
সারাদেশে অব্যাহত খুন, ধর্ষণ ও শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন করেছে শাখা ছাত্র মৈত্রী। সোমবার বেলা ১১টায় ক্যাম্পাসের প্রধাণ ফটকে এ মানববন্ধন করে তারা।
জানা যায়, ‘আমরা একটি নিরাপদ সমাজ চাই’ এই ¯েøাগনকে সামনে রেখে মানববন্ধন করে ছাত্র মৈত্রীর নেতাকর্মীরা। এসময় ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সদস্য ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোরশেদ হাবিব, সহ-সভাপতি আরিফুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক শামিমুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, প্রচার সম্পাদক মোরশেদুল ইসলাম, সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আশিকুল ইসলাম পাটোয়ারী, তথ্য প্রযুক্তি সম্পাদক আখতার হোসেন আজাদসহ অন্যান্য নেতাককর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ছাত্রমৈত্রীর সভাপতি মোরশেদ হাবিব বলেন, ‘স্বাধীনতার এতদিন পরেও আমরা রাজাকারের বিচার করতে পেরেছি কিন্তু ধর্ষনকারীদের বিচার করতে পারছি না কেন? একজন অপরাধী যখন অপরাধ করেও ছাড়া পায়, তখন তার সাথে অন্যরাও হিং¯্র হয়ে ওঠে। তাই খুনি ও ধর্ষনকারীদের সর্বোচ্চ শাস্তির আওতায় এনে একটি নিরাপদ সমাজ গঠনে প্রশাসনকে আরো শক্তিশালী হতে হবে।’