খুঁড়িয়ে চলছে সরকারি মুজিব কলেজ

শিক্ষক সংকটে

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালীঃ শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে নোয়াখালীর সরকারি মুজিব কলেজের পাঠদান। কলেজের অধ্যক্ষ উপ-অধ্যক্ষ সহ ৭ জন শিক্ষকের পদই শূন্য। মাত্র ১৫ জন শিক্ষক দিয়ে ৪ হাজার ছাত্রছাত্রীকে পাঠদান! এতে শিক্ষার্থীদের লেখাপড়া যেমন ক্ষতি হচ্ছে তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশও চরম বিঘ্নিত হচ্ছে।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় নোয়াখালী সরকারি মুজিব কলেজ। ১৯৮৬ সালে এই কলেজকে জাতীয়করণ করে সরকার। পাশাপাশি ২০১৭-১৮ শিক্ষাবর্ষে বাংলা, ইতিহাস ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়। কিন্তু কলেজের আধুনিকায়ন করা হলেও দেখা দিয়েছে শিক্ষক সংকট। পদার্থবিজ্ঞান ও আইসিটি বিষয়ে নেই কোনো শিক্ষক। আর ইংরেজি, গণিত, জীববিজ্ঞান, রসায়ন, রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে মাত্র একজন শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। এছাড়া অফিস সহায়ক ,গার্ড ও প্রয়োজনীয় কর্মচারী সংকট রয়েছে।

জাতীয়করণ ও অনার্স কোচ চালুর সময় শিক্ষক জনবল কাঠামোর পদ সৃষ্টি না করায় দিন দিন শিক্ষক সংকটে পড়েছে একসময়ের ঐতিহ্যবাহী এই কলেজটি। একসময় বিভিন্ন পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফল এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের সাথে মেধার স্বাক্ষর ও রেখে আসছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

কলেজ ছাত্র তন্ময় জানান, নিয়মিত ব্যবহারিক ক্লাস হয় না। যন্ত্রপাতির সংকট রয়েছে। তা ছাড়া অনার্সে কোনো কোনো বিষয়ে শিক্ষক সংকটের কারণে সপ্তাহে ২ থেকে ৩ দিন ক্লাস হয়।

কলেজছাত্রী তাসফিয়া জানান, ছাত্রীদের জন্য কমনরুম থাকলেও সেখানে নেই ইনডোর গেমের ব্যবস্থা। অবিশ্বাস্য হলেও সত্য এই কলেজের পদার্থবিজ্ঞান ও আইসিটি বিষয়ে কোনো শিক্ষক নেই। ইংরেজি, গণিত, জীববিজ্ঞান, রসায়ন, রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে মাত্র একজন শিক্ষক দিয়ে চলছে শিক্ষার কার্যক্রম। ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোচ চালু থাকলেও মাত্র একজন শিক্ষক কর্মরত আছেন। কলেজের অধ্যক্ষ, উপ-অধ্যক্ষের পদে কোনো শিক্ষক নেই। একমাত্র গণিতের শিক্ষক হচ্ছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

কলেজের একজন ছাত্রীর বাবা এহসানুল হক খসরু জানান, শিক্ষক- জনবল সংকটে কারণে আমরা অভিভাবকরাও হতাশায়। কারণ শিক্ষক না থাকলে আমাদের সন্তানরা কি শিখবে।

সরকারি মুজিব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলা উদ্দিন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শিক্ষক ও কর্মচারী সংকটের বিষয়ে বারবার অবগত করা হলেও মেলেনি সমাধান।

তিনি জানান, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী না থাকায় প্রতিষ্ঠানের প্রায় ৪ হাজার শিক্ষার্থী তাদের শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়