খাগড়াছড়িঃ জেলায় সদ্য নিয়োগ প্রাপ্ত ৩৩৬ জন প্রাথমিক সহকারী শিক্ষকদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে জেলা শহরের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদ সদস্য যথাক্রমে নিলোৎপল খীসা, অ্যাডভোকেট আশুতোষ চাকমা ও ক্যাজরী মারমা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশন ও নবনিযুক্ত সহকারী শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়