ঢাকাঃ নীতিমালা না থাকায় বদলিব্যবস্থা বন্ধ রয়েছে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার প্রদর্শক ও শিক্ষকদের। সম্প্রতি এই জনবল বদলিতে নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। খসড়া নীতিমালায় রাখা হয়েছে ‘পারস্পরিক প্রতিষ্ঠান পরিবর্তন’ ব্যবস্থা। তবে নীতিমালা বাস্তবায়ন করা হলেও বদলি ভোগান্তির আশঙ্কা থেকেই যাবে বলে দাবি করছেন বেসরকারি শিক্ষকরা।
এমপিওভুক্ত শিক্ষকদের দাবি, এমপিও নীতিমালায় ‘শূন্যপদ সাপেক্ষে বদলি’ করার বিষয়ে সুস্পষ্ট উল্লেখ থাকলেও খসড়া নীতিমালায় বলা হয়েছে ‘পারস্পরিক বদলি’। অর্থাৎ দুই প্রতিষ্ঠানের সমপদে কর্মরত শিক্ষক, প্রদর্শক ও প্রভাষকরা আপসে সম্মতির মাধ্যমে একে অন্যের স্থানে বদলি হতে পাররেন, যা একজন শিক্ষকের পক্ষে খুঁজে পাওয়া কষ্টসাধ্য। এই নীতিমালা বাস্তবায়িত হলে সর্বোচ্চ ২ শতাংশ শিক্ষক পারস্পরিক বদলির সুফল ভোগ করতে পারবেন।
শূন্যপদে বদলির সুযোগ থাকলে অনেকেই নিজ জেলা বা উপজেলায় যাওয়ার সুযোগ পাবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ঢাকা আঞ্চলিক অফিসের উপপরিচালক আ স ম আব্দুল খালেক বলেন, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বদলিসংক্রান্ত একটি নীতিমালা করা হচ্ছে। রায়ের বাংলা অনুবাদ করলে দেখা যায়, ‘পারস্পরিক বদলি’ ব্যবস্থাপনার কথা বলা হয়েছে। তবে এই প্রক্রিয়াকে আরো সহজ করার বিষয়ে শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিবসহ মাউশির মহাপারিচালক বেশ আন্তরিক। বদলিব্যবস্থাকে সহজ করতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে। এগুলো আরো যাচাই-বাছাই করে চূড়ান্ত নীতিমালা তৈরি করা হবে।
এর আগে ২২ অক্টোবর ‘পারস্পরিক প্রতিষ্ঠান পরিবর্তনের খসড়া নীতিমালা’ চূড়ান্ত করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। খসড়া প্রতিবেদনটি চূড়ান্তকরণের লক্ষ্যে ওই দিন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব, মাউশির মহাপরিচালকসহ বিভিন্ন শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও অংশীজনরা অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত মাউশির ঢাকা আঞ্চলিক পরিচালক মনোয়ার হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বদলি নীতিমালা তৈরি করা হচ্ছে। বদলি কার্যক্রম পরিচালনা করবে মাউশি। সফটওয়্যারের মাধ্যমে সহজ প্রক্রিয়ায় ও সুষ্ঠুভাবে বদলি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কী ধরনের সফটওয়্যার তৈরি করা যায় এবং আনুষঙ্গিক আরো অনেক বিষয়ে আলোচনা করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়