ঢাকাঃ শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু কর্মদিবসগুলোয় রাজনৈতিক কর্মসূচি থাকায় ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে উদ্বেগ তৈরি হয়েছে পরীক্ষা আয়োজন নিয়েও।
কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে দুপুরে স্বল্পসংখ্যক ছাত্রছাত্রীকে পাওয়া যায়। প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক তারিকুল আজম খান সাংবাদিকদের জানান, তাদের শিক্ষার্থী প্রায় ১০ হাজার। এর মধ্যে প্রভাতি শাখায় সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার শিক্ষার্থী। বাকিরা দিবা শাখায়। গতকাল প্রভাতি শাখায় সব মিলিয়ে ৪০ থেকে ৫০ শিক্ষার্থী এসেছিল। এমন ক্লাস গুরুত্বহীন।
ছাত্রীদের প্রতিষ্ঠান হওয়ায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী উপস্থিতি আরও কম। প্রতিষ্ঠানটির ধানমন্ডি, আজিমপুর ও বসুন্ধরা– তিনটি শাখার মধ্যে বসুন্ধরায় উপস্থিতি মোটামুটি।
বেশ কিছু বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষার্থী উপস্থিত না হওয়ায় বন্ধ থাকছে পাঠদান। এসব বিদ্যালয়ের শিক্ষকরা গল্প করে সময় কাটান। কোথাও ক্লাস হলেও উপস্থিতি নগণ্য। তবে পাড়া-মহল্লার কিছু বিদ্যালয়ে ছাত্রছাত্রী উপস্থিতি ও শ্রেণি কার্যক্রম স্বাভাবিক দেখা গেছে।
অভিভাবকরা বলছেন, ক্লাস হওয়া না হওয়ার চেয়েও বড় শঙ্কা আসন্ন বার্ষিক পরীক্ষা ও মূল্যায়ন। রাজনৈতিক কর্মসূচি ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীর মহড়ার কারণে ছেলেমেয়েরা বাইরে বের হতেই ভয় পায়। প্রতিদিনই জ্বালাও-পোড়াও হচ্ছে। এর মধ্যে সন্তানদের কীভাবে রাস্তায় ছাড়তে পারি। কিন্তু পড়াশোনাতো বন্ধ রাখা যাবে না। স্কুলে যেতে না পারায় পড়ার চাপ থাকছে না। তাই পড়ালেখায় মনোযোগও দিচ্ছে না ছেলেমেয়েরা।
মাউশি থেকে জানা গেছে, দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী প্রায় ৩ কোটি। আসন্ন জাতীয় নির্বাচনের কারণে এ বছর বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা ও মূল্যায়ন চলতি নভেম্বর
মাসেই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বছর নতুন শিক্ষাক্রম অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হবে ৯ নভেম্বর। এ ছাড়া অধিকাংশ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হবে ১৫ নভেম্বর। চলতি মাসেই শেষ করতে হবে মূল্যায়ন।
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা বলছেন, চলমান সরকারবিরোধী টানা কর্মসূচির কারণে বিদ্যালয়ে ও শিক্ষার্থীদের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। শিক্ষাবর্ষের শেষ দিকে এসে যেখানে পড়াশোনা জোরদার হওয়ার কথা, সেখানে বন্ধ রাখতে হচ্ছে পাঠদান। এতে বার্ষিক পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়