ক্লাস বন্ধ রেখে স্কুল মাঠে নির্বাচনি জনসভা

শিক্ষাবার্তা ডেস্কঃ  ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের আলোচিত প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার জন্য ক্লাস বন্ধ করে স্কুলের মাঠে নির্বাচনি জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। জনসভায় মঞ্চে ওঠা নিয়েও চলেছে বাকবিতণ্ডা। তবে বন্ধ হয়নি উচ্চশব্দে মাইকে ভোটের গান।

গতকাল সোমবার (৩০ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আড়াইসিধা কে.বি. উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেলিম মিয়ার দাবি, ক্লাস বন্ধ ছিল না। তিনি বলেন, জনসভার জন্য দেড় ঘণ্টা টিফিনের বিরতি ছিল। পর যথাসময়ে শেণি কার্যক্রম চলেছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ছাড়াও সেলিম মিয়া আড়াইসিধা ইউনিয়ন আওয়ামী লীগেরও সভাপতি।

এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন জানান ভিন্ন তথ্য। তিনি বলেন, বেলা একটা পর্যন্ত ক্লাস চলেছে। পরে মাইকের শব্দের কারণে ছুটি দিয়ে দেওয়া হয়। তবে স্কুলের মাঠে জনসভার অনুমতি কেন দেওয়া হল জিজ্ঞাস করলে প্রধান শিক্ষকের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

স্কুলের ক্লাস বন্ধ করে নির্বাচনি সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে কেন্দ্রীয় এক নেতা বলেন, এ বিষয়ে জানি না। সভার আয়োজকরা বলতে পারবেন।

এদিন সরেজমিনে বেলা ১২টায় বিদ্যালয়ে গিয়ে দেখা যায় উল্টো চিত্র। স্কুলের ড্রেস পরে শিক্ষার্থীরা মাঠে ঘুরে বেড়াচ্ছে। জনসভা শুরু হয়নি তখনও। সোয়া ২টা থেকে আড়াইটা পর্যন্ত দেখা যায় সবকয়টি শ্রেণিকক্ষ শূন্য। ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থী জানাল, সকাল ১০টায় ক্লাস শুরু হয়। দুটি ক্লাস হয়েছে। এরপর আর হয়নি।

আচরণবিধি ভেঙে উকিল সাত্তারের পক্ষে সভায় ভাষণ দিতে আসেন জেলার সভাপতি এবং ব্রাক্ষণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। আরও ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাছের আহমদ, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সায়েম মিঠুসহ ক্ষমতাসীন দলের নেতারা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/৩১/২৩