ক্লাস পরীক্ষা নেওয়ার দাবিতে শিক্ষককে পেটালেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অধিভুক্ত রাজশাহী ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেসের পরিচালনা পরিষদের সাবেক সদস্য ড. হাফিজুর রহমানকে মারধরের অভিযোগ উঠেছে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিরুদ্ধে।

 বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হাফিজুর রহমান ওই ইনস্টিটিউটের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজের ৪০ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

ভুক্তভোগী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ওই ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা নেওয়ার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। এ সময় তাদের কর্মসূচির পাশের রাস্তা দিয়ে হেঁটে ক্যাম্পাসে আসছিলেন শিক্ষক হাফিজুর রহমান। এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে আক্রমণ করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে মতিহার থানা পুলিশ তাকে উদ্ধার করে।

শিক্ষক হাফিজুর রহমান বলেন, ‘ইনস্টিটিউটে দীর্ঘদিন ধরে একটা পরীক্ষা আটকে আছে, সেটির জন্য তারা আমাকে মারধর করেছে। ইনস্টিটিউট থেকে আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না; যদি বিশ্ববিদ্যালয়ের থেকে কোনো পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত না হয়।’

তবে এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৩/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়