‘ক্রাইম প্যাট্রল’ দেখে স্কুল ছাত্রকে হত্যা

ভারতীয় অপরাধবিষয়ক সিরিয়াল ‘ক্রাইম প্যাট্রল’। এতে দেখানো হয় সমাজে ঘটে যাওয়া নানা অপরাধ ও এর রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নানা কৌশল। স্বল্প সময়ে টাকা আয়ের জন্য সেই কৌশল রপ্ত করেই কয়েক কিশোর মিলে এক স্কুলছাত্রকে অপহরণ ও হত্যা করেছে বলে দাবি করছে পুলিশ।

মুক্তিপণের অর্থ না পাওয়ায় হত্যাকাণ্ডের শিকার ওই স্কুলছাত্রের নাম নিরব মণ্ডল। খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত। গত বৃহস্পতিবার রাতে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার সকালে ডুমুরিয়া থানার ওসি শেখ কনি মিয়া জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ১২ থেকে ১৫ বছর বয়সী কিশোর। তবে এ ঘটনায় প্রথমে ছয়জনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়।

গণমাধ্যমকে তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ক্রাইম প্যাট্রল দেখে অপহরণের পর মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল তাদের। স্বল্প সময়ে টাকা আয়ের জন্য এই পরিকল্পনা করেছিল তারা।

নিরবের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় নিরব। বিকেলে বাবা শেখর মণ্ডলের কাছে দুটি নম্বর থেকে ফোন আসে। এ সময় নিরবকে অপহরণ ও ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে এই ঘটনা উল্লেখ করে থানায় একটি জিডি করা হয়। কিন্তু পরিবারের সদস্যরা দাবি পূরণ করতে না পারায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। ওইদিন রাতেই স্কুলের একটি কক্ষ থেকে নিরবের লাশ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, বৃহস্পতিবার স্কুল ছুটির পর নিরবকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে তার বাবার কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি শেখর মণ্ডল পুলিশকে জানানোর কিছু পরই নিরবকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তার মরদেহ স্কুলের একটি কক্ষে এনে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।