ক্যান্সারের কাছে হার মানলেন মাধ্যমিক শিক্ষক সমীর কান্তি

চট্টগ্রামঃ ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন দীর্ঘদিন ধরে। এই লড়াইয়ে হার মানলেন জেলার আনোয়ারায় জে,কে,এস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সমীর কান্তি নাথ।

সোমবার (৩০ অক্টোবর) রাত ১০ টার দিকে নগরীর বেসরকারি একটা হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরলোকগমনকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে রেখে গেছেন।

সমীর কান্তি নাথের সহধর্মিণী ও দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা চুমকি নাথ জানান, দীর্ঘদিন ধরে তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত বৃহস্পতিবার ধরে তিনি নগরী একটি হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন। শেষের দিকে অবস্থা খুব খারাপ হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই তিনি সোমবার (৩০ অক্টোবর) রাত ১০ দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার দুপুর ১১টার দিকে তার সৎকার করা হয়।

বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবু ছাদেক বলেন, সমীর নাথের মতো শিক্ষকরা যুগযুগ ধরে দেশগড়ার কারিগর হয়ে কাজ করেছে। সারাজীবন শিক্ষা বিস্তারের জন্য পথ প্রদর্শকের ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে ছাত্রসমাজ সহ সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে আনোয়ারা শিক্ষক সমিতি শোক প্রকাশ করেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/১০/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়