কোষাধ্যক্ষের গালাগাল, শিক্ষক সমিতির নিন্দা

ঢাকাঃ শিক্ষকদের ‘অশ্রাব্য ভাষায়’ গালগাল করায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোবারক হোসেনের প্রতি নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার সংগঠনটির সভাপতি ড. সালেহ আহমেদ ও সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বুধবার উপাচার্য দপ্তরে আপগ্রেডেশন ও ডিউডেট প্রাপ্যতার বিষয়ে জটিলতা নিরসনে গঠিত কমিটির এক সভায় উপস্থিত সবার সামনে তিনি গালাগাল করেন বলে বিবৃতিতে জানানো হয়। এতে আরও বলা হয়, এ ধরনের অশ্লীল ভাষা তিনি দীর্ঘদিন ধরে ব্যবহার করে এলেও এবারের ঘটনা সব মাত্রাকে ছাড়িয়ে গেছে।

এ বিষয়ে মোবাইল ফোনে কোষাধ্যক্ষ ড. মো. মোবারক হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি তো এ ব্যাপারে এখনো কিছু জানি না। বিবৃতির সত্যতা সম্পর্কে জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে তিনি কল কেটে দেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৫/২০২৩         

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়