কোরআনে সর্বাধিক ব্যবহৃত ২০ শব্দ

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ পবিত্র কোরআনে বহু শব্দের পুনরাবৃত্তি ঘটেছে। সর্বাধিকবার এসেছে এমন কিছু শব্দের বিবরণ-

মিন : অর্থ থেকে। শব্দটি ২৩৬৬ বার ব্যবহৃত হয়েছে।

আল্লাহ : মহান স্রষ্টার সত্তাগত নাম। এসেছে ২১৫৩ বার।

ফি : অর্থ ভেতর বা মধ্যে। ব্যবহৃত হয়েছে ১১৮৬ বার।

মা : অর্থ যা (ইতিবাচক), না (নেতিবাচক)। ব্যবহৃত হয়েছে ১০১৩ বার।

আল্লাজিনা : অর্থ যারা। ব্যবহৃত হয়েছে ৮১০ বার।

আলা : অর্থ ওপর। ব্যবহৃত হয়েছে ৬৭০ বার।

লা : অর্থ না। ব্যবহৃত হয়েছে ৬৬৮ বার।

ইল্লা : ব্যতীত বা ছাড়া। ব্যবহৃত হয়েছে ৬৬২ বার।

ওয়া-লা : অর্থ ‘এবং না।’ ব্যবহৃত হয়েছে ৬৫৮ বার।

ওয়ামা : অর্থ ‘এবং না’ (নেতিবাচক) বা ‘এবং যা’ (ইতিবাচক)। ব্যবহৃত হয়েছে ৬৪৬ বার।

ইন্না : অর্থ নিশ্চয়ই। ব্যবহৃত হয়েছে ৬০৯ বার।

আন্না : অর্থ নিশ্চয়ই। ব্যবহৃত হয়েছে ৫৩৯ বার।

ক্বালা : অর্থ সে বলেছে বা তিনি বলেছেন। ব্যবহৃত হয়েছে ৪১৬ বার।

ইলা : অর্থ দিকে বা অভিমুখে। ব্যবহৃত হয়েছে ৪০৫ বার।

মান : অর্থ যে বা কে (প্রশ্নবোধ হলে)। ব্যবহৃত হয়েছে ৩৯৪ বার।

লাহুম : অর্থ তাদের জন্য। ব্যবহৃত হয়েছে ৩৭৩ বার।

ইন : অর্থ যদি। ব্যবহৃত হয়েছে ৩৫৭ বার।

সুম্মা : অর্থ অতঃপর। ব্যবহৃত হয়েছে ৩৩৭ বার।

লাকুম : অর্থ তোমাদের জন্য। ব্যবহৃত হয়েছে ৩৩৭ বার।

বিহি : অর্থ তার মাধ্যমে। ব্যবহৃত হয়েছে ৩২৭ বার।

জর্ডান বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত গবেষণাপত্র ‘দিরাসাতুন ইহসাইয়্যাতুন লি-কালিমাতিল কোরআনিল কারিম’ অবলম্বনে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়