কোটি টাকা আত্মসাৎ: দুই শিক্ষকের বিরুদ্ধে মাউশিতে অভিযোগ

ঢাকাঃ রাজধানীর মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ এস এম জসিম উদ্দিন ও মো. আবদুস ছালামের বিরুদ্ধে প্রতারণা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতরে।

মাউশির মহাপরিচালক বরাবর ভুক্তভোগীদের দেওয়া অভিযোগে জানা যায়, দুই শিক্ষকের মধ্যে এ এস এম জসিম উদ্দিন অবসরোত্তর ছুটিতে রয়েছেন বলে জানা গেছে। মো. আবদুস ছালাম এখনও মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়ে কর্মরত আছেন। এ ছাড়া এ দুই শিক্ষকসহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের নির্দেশে সমবায় অধিদফতর থেকে তদন্ত চলছে।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন বলেন, অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

লিখিত অভিযোগে জানা গেছে, মিরপুরের শাহ স্মৃতি মার্কেটের আল ফাতিহা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী কমিটির নেতা এই দুই শিক্ষক আবাসন প্রকল্পের নামে শিক্ষকতার আড়ালে বিভিন্নজনের কাছ থেকে কয়েক কোটি টাকা সংগ্রহ করেন। সেই টাকা দিয়ে পরে নিজেদের নামে জমি কেনেন। ২০২১ সালের ১৮ জুলাই জনৈক আব্দুর রাজ্জাক খান নামের এক ব্যক্তির কাছে দুটি দলিলে ৬৭ শতাংশ জমি বিক্রি করে প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ করেন এই দুই শিক্ষক। তাদের এ চক্রের সঙ্গে জাহাঙ্গীর আলম পাঠান ও রেজাউল করিম রেজাসহ আরও কয়েক জন রয়েছেন। এ ছাড়া সমিতির বাকি জমির দখলও আবদুর রাজ্জাক খানকে বুঝিয়ে দিয়ে একটি ব্যাংক থেকে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ নেওয়ার চেষ্টা চালান তারা।

আল ফাতিহা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অনিয়ম-দুর্নীতি নিয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে গত ফেব্রুয়ারিতে সমবায় অধিদফতরকে নির্দেশনা দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের চিঠি পাওয়ার পর সমবায় অধিদফতর থেকে ঢাকা জেলা অডিটর মঞ্জুরুল কবীরকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। খুব শিগগির তিনি দুদকে তদন্ত প্রতিবেদন জমা দেবেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক এ এস এম জসিম উদ্দিন টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তারা ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার চেষ্টা করছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়