কৃষিকাজ শিখছে শিক্ষার্থীরা

নেত্রকোনাঃ মাঠে ধানের চারা রোপণ থেকে রান্নাবান্নাসহ সংসারের সব কাজ শিখছে ছোট ছোট শিক্ষার্থীরা। নতুন পাঠ্যসূচি বাস্তবায়ন করতেই হাতেকলমে শিক্ষার

এই উদ্যোগ নিয়েছেন নেত্রকোনার আটপাড়া উপজেলার খিলা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক।

দিন কয়েক আগে দেখা গেল স্কুলের নির্ধারিত পোশাক পরা ৭০ ছেলেমেয়ে নেমে পড়েছে কাদাপানিতে। যত্ন করে জমির আগাছা পরিষ্কার করে ধানের চারা রোপণ করছে তারা। একজন অভিজ্ঞ কৃষকের দিকনির্দেশনায় সেদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত ৩৫ শতক জমিতে ধানের চারা রোপণ করে নজির সৃষ্টি করেছে এই খুদে ‘চাষিরা’। এভাবেই হাতকলমে পাঠসূচির একটি অধ্যায় শেখাচ্ছেন খিলা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক শাকিল আহমেদ।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার, মুন্নি আক্তার ও ইমু আক্তার জানায়, বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম অধ্যায়ের নাম ‘ফসলের ডাক’। ফসল বোনা, পরিচর্যা, সংরক্ষণ, হরিধান ইত্যাদি বিষয়ের উল্লেখ আছে সেখানে। তাদের বাবাও কৃষক। কিন্তু কখনও মাঠে গিয়ে তাঁকে সাহায্য করেনি তারা। এখন থেকে বাবাকে কৃষিকাজে সাহায্য করবে।

জানা গেছে, পাঠ পরিকল্পনা মতো একদিন সপ্তম শ্রেণির বিজ্ঞান ক্লাসে হাজির হলেন কৃষক হারিজ উদ্দিন। শিক্ষক শাকিল আহমেদ আগের দিনই শিক্ষার্থীদের বলে রেখেছিলেন এক ‘অতিথি শিক্ষক’ আসার কথা। কৃষক হারিছকে সামনে পেয়ে শিক্ষার্থীরা একের পর এক প্রশ্ন ছুড়তে লাগল। প্রথম দিকে জড়তা থাকলেও ধীরে ধীরে তা কাটিয়ে ওঠেন কৃষক হারিছ। অভিজ্ঞতার ঝুলি থেকে নিজের মতো করে শিক্ষার্থীদের কৌতূহল মেটানোর চেষ্টা করলেন।

শিক্ষার্থীরা এবার নিজ হাতে ফসলের মাঠে কাজ করতে পারবে কিনা প্রশ্নের জবাবে সমস্বরে ‘হ্যাঁ’ বলে সবাই। শিক্ষক শাকিল তখন বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক এবং কৃষক হারিছের সঙ্গে পরামর্শ করলেন। তারাও ইতিবাচক সাড়া দিলেন। কিন্তু ততদিনে বোরো মৌসুমের চারা রোপণের সময় পার হয়ে যাওয়ায় আমন মৌসুমের জন্য অপেক্ষা করতে হয়।

শিক্ষক শাকিল আহমেদের ভাষ্য, ছোটবেলা থেকেই একজন শিক্ষার্থী যদি জানে জমিতে ফসল বোনা, পরিচর্যা ও সংরক্ষণ কীভাবে করতে হয়, তাহলে এটা তাকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে। এই কাজে জড়িত হয়ে সে কখনও কৃষি পেশাকে ছোট করে দেখবে না। নিজের কাজ নিজে করে আনন্দও পাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়