বুড়িচং থেকে, কবির খান :
কুমিল্লার বড়িচং উপজেলার বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ইন হাউজ প্রশিক্ষণ সম্পন্ন হয় । শনিবার বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত ইন হাউজ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সুযোগ্য জেলা শিক্ষা অফিসার জনাব মো: আব্দুল মজিদ ।
শিক্ষক বাতায়ন, মুক্তপাঠ, এমএমসি-ড্যাসবোর্ড এর কার্যকর ব্যবহার, কিশোর বাতায়নের প্রচার ও ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে শ্রেণিকক্ষে কার্যকর পাঠদানের লক্ষে বুড়িচং উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার প্রত্যেক প্রতিষ্ঠান থেকে আইসিটি শিক্ষক বা আইসিটিতে দক্ষ শিক্ষককে প্রশিক্ষণ ও আইসিটি কাজে আগ্রহী শিক্ষকরা অংশ্রহণ করেন ।

উক্ত ইন হাউজ প্রশিক্ষণের উদ্বোধন ও পর্যবেক্ষণ করবেন সম্মানিত জেলা শিক্ষা অফিসার মহোদয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষক (সম্মানিত শিক্ষক মহোদয়) কে একটি করে ফর্ম দেয়া হয়। উনারা পরবর্তী এক মাসে কতোজন শিক্ষককে ‘শিক্ষক বাতায়ন ও মুক্তপাঠ’ এ সদস্য করেছেন ও অন্যান্য কাজগুলো সম্পন্ন করেছেন তা প্রদত্ত ছকে তথ্য ফিলাপ করে মাধ্যমিক শিক্ষা অফিসে প্রেরণ করবেন মর্মে প্রদক্ষেপ নেওয়া হয়।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আরিফুল আজম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার, বুড়িচং, কুমিল্লা।
উক্ত সভার সভাপতিত্ব করেন জনাব মোঃ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বুড়িচং, কুমিল্লা।