নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ জেলার কুমারখালীতে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সামিয়া আফরিন সোহাগী (৭) নামে এক স্কুছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অপর এক ছাত্রী।
সোমবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের চড়াইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগী ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও উপজেলার নন্দনালপুর ইউনিয়নের চড়াইকোল হওতাপাড়া গ্রামের সোহান শেখের মেয়ে। আহত হালিমা আক্তার মুন্নি (৭) একই এলাকার হালিম আলীর মেয়ে ও একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর রাতুলপাড়ার হেকমত আলীর ছেলে কসমেটিক ব্যবসায়ী নাইমুল ইসলাম নয়ন দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় রাস্তা পারাপার হওয়া দুই শিশু শিক্ষার্থীকে ধাক্কায় দিলে রাস্তায় ছিটকে পড়ে সোহাগী ঘটনাস্থলেই মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় অপর ছাত্রী মুন্নিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/৩১/২৩