কালিহাতির সেই কলেজ সভাপতির বিরুদ্ধে তদন্তে শিক্ষা প্রশাসন

শিক্ষাবার্তায় সংবাদ প্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের কালিহাতির লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের নারী কর্মচারীকে (আয়া) টানা দুই মাস ঢাকার বাসায় কাজ করানো সেই গভর্নিং বডির সভাপতি লায়ন ফেরদৌস আলম ফিরোজের বিরুদ্ধে তদন্ত কমিটি করেছে জেলা শিক্ষা অফিস। এ নিয়ে ৩, অক্টোবর ২০২৩ তারিখে ‘আয়া বেতন নেন কলেজ থেকে, ডিউটি করেন সভাপতির ঢাকার বাসায়’ শিরোনামে শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশিত হলে এ সম্পর্কে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রশাসন।

রবিবার কালিহাতি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করে জেলা শিক্ষা অফিস। বিষয়টি শিক্ষাবার্তা’কে নিশ্চিত করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা।

জানা গেছে, কলেজটির চতুর্থ শ্রেণির কর্মচারী রেজিয়া  (যার ইনডেক্স নাম্বার N56792456) গত আগস্ট মাসের ৩ তারিখ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কলেজটির গভর্নিং বডির সভাপতি ও প্রতিষ্ঠাতা লায়ন ফেরদৌস আলম ফিরোজের ঢাকার বাসায় কাজ করেছেন। ঢাকার বাসায় কাজ করলেও তিনি বেতন তুলেছেন কলেজ থেকে। বিষয়টি নিয়ে শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশিত হলে কলেজ প্রশাসন ঐ নারী কর্মচারীকে চিকিৎসা ছুটি দেখানোর পায়তারা করে যা এখন পর্যন্ত অব্যাহত আছে।

চতুর্থ শ্রেণির কর্মচারী রেজিয়া. ছবিঃ সংগৃহীত

এ নিয়ে শিক্ষাবার্তা’র সাথে কথা হলে কলেজটির গভর্নিং বডির সভাপতি ও প্রতিষ্ঠাতা লায়ন ফেরদৌস আলম ফিরোজ এবং কলেজটির অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান কবীর ভিন্নধর্মী বক্তব্য দেন। অন্যদিকে কলেজটির আয়া নিরুপায় হয়ে সভাপতির ঢাকার বাসায় দুই মাস থাকার কথা জানিয়ে বলেছিলেন, তিনি অপরাগ তার কিছু করার নেই। যেখানে চাকরি করেন সেখানে তাকে যে নির্দেশনা দেওয়া হবে সেটাই তিনি পালন করবেন।

কোনো ব্যবস্থা নিয়েছেন কি’না  জানতে চাইলে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন শিক্ষাবার্তা’কে বলেন, অন্য কাজের চাপে বিষয়টি নিয়ে খোঁজ নিতে ভুলে গিয়েছিলাম। খোঁজ নিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে ঘটনার সত্যতা মিললে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা কবীর বলেন, আমি এখনও তদন্তের চিঠি পাইনি। চিঠিটা পেলে অবশ্যই তদন্ত করে আইনুনাগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা শিক্ষাবার্তা’কে বলেন, তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১০/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়