কালিয়াকৈরে সড়কে প্রাণ গেল প্রধান শিক্ষকের

গাজীপুরঃ জেলার কালিয়াকৈরে বাস চাপায় অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সাহেববাজার বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের আমগাছিচালা এলাকার মৃত সুরত আলীর ছেলে কিতাব আলী (৫৫)। তিনি যানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত ওই শিক্ষক কিতাব আলী শুক্রবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার আমগাছিচলা এলাকার নিজ বাড়ি থেকে তার ছেলে জাকির হোসেনের শ্বশুরের জানাজা পড়তে যান। ওই জানাজা শেষে তিনি আবার নিজের বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে রাত পৌনে ৮টার দিকে ওই শিক্ষক কালিয়াকৈর সাহেব বাজার বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এসময় অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিক্ষক কিতাব আলী মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত‌ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের লাশ তার হস্তান্তর করা হয়েছে। তবে পালিয়ে যাওয়ায় অজ্ঞাত ঘাতক বাসটি আটক করা যায়নি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়