কারিগরি শিক্ষায় অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব 

কারিগরি শিক্ষায় অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব
মোঃ আতিকুর রহমান

তথ্য প্রযুক্তির ব্যবহার ও কারিগরি শিক্ষার সান্নিধ্যে থেকে বাস্তবধর্মী ও হাতে কলমে শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরী করা যায় । কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীকে আধুনিক যন্ত্রপাতি ও কলকারখানার যন্ত্রপাতি ব্যবহার সহ আধুনিক ও বিজ্ঞান সম্মতভাবে প্রশিক্ষন দেওয়া হয়। আমাদের শ্রমবাজারকে আধুনিকায়নের মাধ্যমে দক্ষ শ্রমিকে রুপান্তর ও দেশের শিল্পায়নের পথে কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
কারিগরি শিক্ষা প্রতিটি শিক্ষার্থীকে স্বনির্ভর হতে সহায়তা করে।এই শিক্ষার ফলে শিক্ষার্থী হয় কোনো চাকুরির সুযোগ পায় নয়তো স্বনির্ভর কাজে যুক্ত হতে পারে।পুথিগত নীরস একঘেয়েমী থেকে নিজেকে দূর করে ব্যবহারিক ও হাতে কলমে শিক্ষায় তাদের উৎসাহ বৃদ্ধি পায় এবং একপ্রকার ইতিবাচক মনোভাব গড়ে তোলে।কারিগরি শিক্ষা শিক্ষার্থীদের কর্মের দক্ষতা বৃদ্ধি করে যা চাকুরি বা কর্মসংস্থানের সৃষ্টি করে। কারিগরি শিক্ষার প্রয়োজনীয় ও পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে আমাদের দেশের পিছিয়েপড়া জনগোষ্ঠিকে জনসম্পদে রুপান্তরের মাধ্যমেই কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিহিত। প্রশিক্ষিত মানব সম্পদের যোগান দেওয়াই হলো কর্মমুখী ও কারিগরি শিক্ষার মূল লক্ষ্য।
অধ্য ৩০ আগস্ট ২০২৩ নওগাঁ গাউসুল আজম কামিল মাদ্রাসায় বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি নওগাঁ জেলা কমিটি আয়োজিত ভোকেশনাল শিক্ষার গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে শিক্ষাবার্তা ডট কম বগুড়া জেলা প্রতিনিধি বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির সভাপতি মোঃ আতিকুর রহমান উপোরক্ত বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা বাভোশিষ সভাপতি মোঃ মামুন অর রশিদ । বাভোশিষ সাধারন সম্পাদক রাকিব হাসানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নওশদ আলম,আবুল কালাম,আব্দুর রাজ্জাক, রাশেদ রিপন,মোতালেব হোসন প্রমুখ নের্তৃবৃন্দ।