কারিগরি বোর্ডের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ রবিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এইচএসসি বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল আগামী রোববার প্রকাশ করা হবে। শুক্রবার সাধারণ ধারার নয়টি শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ড উচ্চমাধ্যমিকের খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করেছে। তবে, কারিগরি শিক্ষা বোর্ড এদিন এইচএসসি বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেনি। এ ফল আগামী রোববার প্রকাশ করা হবে।

শুক্রবার বিকেলে কারিগরি শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী জাকারিয়া আব্বাসী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার এইচএসসি বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পাসের হার ছিলো ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। মোট ১১ লাখ ৭৬ হাজার ২৮২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। কাঙ্ক্ষিত ফল অর্জন করতে না পারা শিক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন।

গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত ফল অনুযায়ী, এইচএসসি বিএম-ভোকেশোনাল পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের ৭ হাজার ১০৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এ বছর এ পরীক্ষায় ৯৪ দশমিক ৪১ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়