অনলাইন ডেস্ক।।
সরকার কারিগরি শিক্ষা বিস্তারের কথা বললেও বাস্তবে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী দিন দিন কমছে। গত তিন বছর ধরে সরকারি-বেসরকারি কারিগরি স্কুল-কলেজগুলোতে অনেক আসন খালি থাকছে। শিক্ষা মন্ত্রণালয়ের ভুল সিদ্ধান্তে কারিগরিতে শিক্ষার্থী কমছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের সময়সীমা কমালে এ পরিস্থিতি আরো সংকটের মধ্যে পড়বে।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর আইডিইবি’র তিন দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এ সম্মেলনে সার্কভুক্ত দেশ ছাড়াও মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ডিপ্লোমা প্রকৌশলীরা অংশ নেবেন।
অনুষ্ঠানে আইডিইবির সহ-সভাপতি মো. একেএম আব্দুল মোতালেব, প্রচার সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।