কারিগরিতে পাশ ৮২ দশমিক ৬২

নিজস্ব প্রতিবেদক।।

এইচএসসিতে কারিগরি শিক্ষা বোর্ডে এবছর পাসের হার ৮২ দশমিক ৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৩৬ জন। গত বছর পাসের হার ছিল হার ৭৫ দশমিক ৫০ শতাংশ।। এ বছর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার বেড়েছে।

বুধবার (১৭ জুলাই) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলন করে ফলের কিছু তথ্য তুলে ধরেন তিনি।

কারিগরি শিক্ষা বোর্ড থেকে এ বছর ১ লাখ ২৪ হাজার ২৬৪ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৪১ হাজার ৫০৪ জন এবং ছাত্রী ৮২ হাজার ৭৬০ জন।