ঢাকাঃ প্রায় ১৫ মাস পর জামিনে মুক্তি পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পরীক্ষায় বসেছেন শিক্ষার্থী খাদিজাতুল কুবরা।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা এই শিক্ষার্থী সোমবার সকালে গাজীপুরে কারাগার থেকে বের হন।
ঢাকায় পৌঁছে ক্যাম্পাসে পরীক্ষায় অংশ নেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এ শিক্ষার্থী। সকাল ১০টায় তার পরীক্ষা শুরু হয়, তিনি এতে যোগ দেন দেড় ঘন্টা পর সকাল ১১টা ৩০ মিনিটে।
খাদিজার বোন সিরাজুম মনিরা বলেন, ‘খাদিজার সেমিস্টার নষ্ট হয়েছে। সে ১৫ ব্যাচের শিক্ষার্থী হলেও এখন ১৬ ব্যাচের সাথে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দিতেছে।’
তিনি আরও বলেন, ‘খাদিজার গতকাল রাতেই মুক্তি পাওয়ার কথা থাকলেও কারা কর্তৃপক্ষ কালকে মুক্তি দেয়নি। আজকে সকাল ৯টায় মুক্তি দিয়েছে। মুক্তি পাওয়ার পর ক্যাম্পাসে আসতে আসতে সাড়ে ১১টা বেজেছে।’
পরীক্ষা দিয়ে বের হয়ে খাদিজাতুল কোবরা বলেন, ‘আমার এখনও মনে হচ্ছে আমি কারাগারেই আছি। এখানে এসে কোনোমতে পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আগামী পরীক্ষাগুলোও দেব। আর কিছু বলতে চাই না।’
এর আগে গত ১৬ নভেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ খাদিজাকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখে। সোমবার থেকে খাদিজার সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকায় দ্রুত আদেশের সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা প্রার্থনা করা হয় প্রধান বিচারপতির কাছে৷
আগেরদিন রবিবার গভীর রাত পর্যন্ত তার আইনজীবী ও পরিবারের সদস্যরা কারা ফটকে অপেক্ষা করলেও সেদিন মুক্তি মেলেনি খাদিজার।
অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজাতুল কুবরার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর কলাবাগান ও নিউমার্কেট থানায় আলাদা দুটি মামলা করে পুলিশ।
২০২২ সালের মে মাসে পুলিশ দুই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয়। সেই অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল খাদিজাতুল কুবরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে গত বছরের ১৭ সেপ্টেম্বর খাদিজাতুল কুবরাকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা-পুলিশ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়