নিজস্ব প্রতিবেদক।।
পিরোজপুরের কাউখালী নাঙ্গুলী নেছারিয়া ফাযিল মাদরাসা আলিম-২০১৯ ফলাফলে প্রতিবছরের ন্যায় এবারও উপজেলায় প্রথম হয়ে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। পাশের হার ও ফলাফলের গুনগত মানে উপজেলা কেন্দ্রে প্রথম হয়েছে প্রতিষ্ঠানটি। মোট ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন A , ৫ জন A- ,৪ জন B ও ২ জন C পেয়ে শতভাগ ফলাফল অর্জন করেছে। মোট পরীক্ষার্থীর অর্ধেকের বেশী শিক্ষার্থী জিপিএ A অর্জন করায় মাদরাসাটি উপজেলায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ এ নাঙ্গুলী মাদরাসা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এ ছাড়া ২০১৭ সালে অত্র মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ আব্দুল মতিন উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। মাদরাসার উত্তরোত্তর সাফাল্যের জন্য অধ্যক্ষ মহোদয় সকলের দোয়া চেয়েছেন।