কুমিল্লাঃ সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে কাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিগার সুলতানা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন কর্তৃক গাছ কাটার অভিযোগ উঠেছে।
রবিবার গাছ কাটার বিষয়ে কুমিল্লা জেলার বৃহত্তর সদর দক্ষিণের লালমাই উপজেলার কাতালিয়া এলাকাবাসী উপজেলা শিক্ষা অফিসারের নিকট একটি অভিযোগ করেন। জানা যায়, গত ১৭ই সেপ্টেম্বর কাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জাকির ও স্কুলের প্রধান শিক্ষিকা নিগার সুলতানার নেতৃত্বে ৪টি বড় আকারের গাছ ও একটি নারিকেল গাছ কাটা হয়।
এলাকাবাসী প্রথমে বাধা প্রদান করলেও পরে তারা গাছগুলো কেটে বিক্রি করে দেয়। এ নিয়ে কাতালিয়া এলাকাবাসী অনেকটাই ক্ষুব্ধ। এলাকাবাসী বলেন, আমাদের কাতালিয়া স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল কমিটির সভাপতি মিলে অনেকগুলো গাছ টেন্ডার ছাড়াই কেটে ফেলেছে। গাছ কাটাতে পরিবেশের অনেক ক্ষতি হয়েছে। আর একটি গাছ স্কুলের নৈশপ্রহরী আসাদ তার বাড়িতে নিয়ে গেছে। পরে সবাই জানতে পারলে ওই গাছ আরেক জায়গায় রেখে আসে। অভিযোগের বিষয়ে কাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিগার সুলতানা জানান, আমি স্কুল ছুটির পর বাসায় চলে যায়। কিন্তু সকালে স্কুলে এসে দেখি গাছগুলো কাটা হয়েছে। এরপর আমি বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবহিত করি। এই গাছগুলোর বিক্রির টাকা স্কুলের ফান্ডে রাখা হয়েছে।
এই বিষয়ে লালমাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, বিদ্যালয়ের গাছ কাটার বিষয়টি আইন অনুযায়ী হয়নি। গাছ কাটার আগে ডিপিওকে জানাতে হয় এবং নিলামের আহ্বান করতে হয়। যে সর্বোচ্চ দাম দিতে পারবেন সেই নিলামের অধিকারী হবেন। কিন্তু কাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিগার সুলতানা এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন এর কোনোটাই করেননি, বরং গাছ কাটার পর আমাদের জানান।
এই ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম জানান, বিদ্যালয়ের গাছ অনুমতি ছাড়া কাটার কারও এখতিয়ার নেই। আর গাছ কাটা হলো একটি সেনসিটিভ বিষয়। আমি বিষয়টি জেনে ব্যবস্থা গ্রহণ করবো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়