নিউজ ডেস্ক।।
গত সপ্তাহের শুরু থেকে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি তারকা জুটির সম্পর্ক ভাঙার গুঞ্জন বলিউডজুড়ে। যদিও প্রকাশ্যে কোনো দিনই নিজেদের সম্পর্কে শিলমোহর দেননি তারা। তবে তাদের প্রেম কাহিনিটা ছিল বি-টাউনে ওপেন সিক্রেট।
একসঙ্গে লাঞ্চ ডেটে যাওয়া থেকে মালদ্বীপ ভ্রমণও করেছেন তারা। চলতি বছরের শুরুতে রাজস্থানে ছুটি কাটিয়ে এসেছেন দুজনে। ফেব্রুয়ারি মাসে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চেও একসঙ্গে হাজির ছিলেন। তবে আচমকাই ছন্দঃপতন দুজনের সম্পর্কে।
তাই তো প্রেস কনফারেন্সের সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন কিয়ারা।
মঙ্গলবার মুক্তি পেয়েছে কিয়ারা অভিনীত ভুল ভুলাইয়া টুর ট্রেলার। এদিন ট্রেলার লঞ্চের প্রেস কনফারেন্সে সরাসরি না হলেও সিদ্ধার্থকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় কিয়ারাকে।
প্রেস কনফারেন্সে এক সাংবাদিক অভিনেত্রীকে প্রশ্ন করেন, ‘আপনার জীবনে কি এমন কেউ আছে, যাকে আপনি ভুলে যেতে চান, ভুল ভুলাইয়ার মতো?’এই প্রশ্নের জবাবে কোনো সময় না নিয়েই উত্তর দেন কিয়ারা। তিনি বলেন, ‘কখনোই না, যারাই আমার জীবনে এসেছে, আমাকে কিছু না কিছু দিয়ে গেছে। অবশ্যই না, কাউকেই ভুলতে চাই না।’
এদিকে আগামী ২০ মে মুক্তি পেতে যাচ্ছে ভুল ভুলাইয়া টু। এতে কিয়ারার বিপরীতে রয়েছেন কার্তিক আরিয়ান।