কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাঃ জেলার শ্যামনগরে আমিনা খাতুন (১৮) নামে একাদশ শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিজের শোবার ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আমিনা শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের গোলাম মোস্তফা মোল্যার মেয়ে ও আটুলিয়া আব্দুল কাদের কলেজিয়েট স্কুলের ছাত্রী ছিলেন।

সৎ মা ও পিতার অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে আমিনা আত্মহত্যা করেছে দাবি করেছেন পরিবারের অন্য সদস্যরা।

নিহত কিশোরীর ভাই বিলাল হোসেন জানায়, ফুটবল খেলতে রাজশাহীতে অবস্থানকালে বোনের আত্মহত্যার খবর পাই। রাত তিনটার দিকে বাড়িতে ফিরলে অভিমানে আমিনা আত্মহত্যা করেছে বলে পিতা তাকে জানিয়েছে। ঘটনার পর থেকে সৎ মা মুখ খুলছে না দাবি করে বিলাল জানায় দু’ভাইয়ের বাড়ির বাইরে থাকার সুযোগে আমিনাকে প্রায়ই নির্যাতন করা হতো। একমাত্র বোনের প্রকৃত মৃত্যু রহস্য উদঘাটনের দাবি জানায় তরুণ এ ফুটবলার।

এদিকে নিকটাত্মীয়সহ প্রতিবেশীরা জানায়, স্বামীর নির্যাতনের শিকার হয়ে প্রথম স্ত্রীর আত্মহত্যার পর গোলাম মোস্তফা দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় সংসারে কোন সন্তান না থাকলেও আমিনা ও তার দুই ভাইকে সহ্য করতে পারতেন না সৎ মা। বাধ্য হয়ে দুই ভাই বাড়ি ছেড়ে ঢাকায় অবস্থান করে জুনিয়র পর্যায়ের লীগ খেলে নিজেদের খরচ যোগাত।

এ বিষয়ে নিহতের পিতা গোলাম মোস্তফা জানান, আমিনাকে কেউ কিছু বলেনি। পাশের ঘরে থাকলেও তার আত্মহত্যার ঘটনা তারা বুঝতে পারেনি। সন্ধ্যার দিকে তার ঘরে ডাকতে গিয়ে ঝুলন্ত অবস্থায় তারা স্বামী-স্ত্রী মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আপাতত অপমৃত্যু মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যু রহস্য উন্মোচন হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়