নরসিংদীঃ নরসিংদী সরকারি কলেজের পুকুর থেকে ফাইজুল মিয়া নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে ওই কলেজের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছেন তার বাবা হোসেন মোল্লা।
মৃত ফাইজুল মিয়া শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতেরকান্দি গ্রামের হোসেন মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নরসিংদী সরকারি কলেজের হোস্টেলে থাকা শিক্ষার্থীরা পুকুরের পূর্ব পাশে মরদেহটি ভাসতে দেখে কলেজ কর্তৃপক্ষকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নরসিংদী মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়