কলাপাড়ায় প্রাথমিক শিক্ষায় হ-য-ব-র-ল অবস্থা

শিক্ষক ও কর্মচারী সঙ্কটে

পটুয়াখালীঃ জেলার কলাপাড়া উপজেলা প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য সহকারী শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদগুলো দীর্ঘ দিন ধরে শূন্য রয়েছে। সেই সাথে লোকবলের সঙ্কট রয়েছে উচ্চমান সহকারী, অফিস সহায়ক, হিসাব রক্ষকসহ অন্য পদগুলোতেও। বছরের পর বছর সহকারী শিক্ষকের শূন্য পদগুলো পূরণ করা হচ্ছে না। যার ফলে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন নিয়মিত শ্রেণী শিক্ষকরাও। এক কথায় কলাপাড়ায় প্রাথমিক শিক্ষায় হ-য-ব-র-ল অবস্থা বিরাজ করছে।

শিক্ষক সঙ্কটে থাকা বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরাও এ নিয়ে বিরক্ত। বারবার উপজেলা শিক্ষা অফিসে ধরণা দিলেও এ সমস্যার সমাধান হচ্ছে না।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলায় ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৫ হাজার ৬৭২ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৫ জন সহকারী শিক্ষক ও ৩১ জন প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। মামলা জটিলতা রয়েছে ১৯ জনের। দীর্ঘদিন ধরে শিক্ষক সঙ্কটের কারণে প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক শৃঙ্খলাও ভেঙে পড়েছে। শিক্ষক স্বল্পতায় মানসম্মত ফলাফলের দিক দিয়েও পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা। এ নিয়ে ক্ষোভের শেষ নেই অভিভাবকদের।
শিক্ষার্থীদের আশানুরূপ ফলাফল না হওয়ায় অভিভাবকদের অনেকেই শিক্ষক স্বল্পতাকেই দায়ী করেন। তারা বলেন, শিক্ষক সঙ্কট সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া না হলে আগামী দিনে এ উপজেলায় শিক্ষার্থীদের কাছ থেকে ভালো ফল আশা করা যাবে না।

শিক্ষক স্বল্পতায় থাকা বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা জানান, তাদের বিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের ইচ্ছে মতো ক্লাস নেন। কোনো কোনো বিদ্যালয়ে অফিসের কাজের পাশাপাশি একজন শিক্ষককে একই সময়ে দুটি ক্লাসে পাঠদান চালাতে হয়।

গঙ্গামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম কুমার কিওনীয়া বলেন, আমার বিদ্যালয়ে শিক্ষকের পাঁচটি পদের দুটি পদই শূন্য। তিনজন শিক্ষক দিয়ে বিদ্যালয়ে ২০৬ জন ছাত্র-ছাত্রীর ক্লাস সত্যিকার অর্থেই বেশ কঠিন হয়ে যায়। তিনি জরুরি ভিত্তিতে শূন্য পদগুলোতে শিক্ষক দেয়ার জোর দাবি জানান।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ্র দাস বলেন, শিক্ষক সঙ্কটের বিষয়টি অবগত আছি। সহকারী শিক্ষকের শূন্য পদগুলোর তালিকা করা হয়েছে। সামনে নিয়োগ পরীক্ষা হলে আমরা শত ভাগ শিক্ষক পাবো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়