কলমাকান্দা: অশালীন আচরণের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

কলমাকান্দার বরদল উচ্চ বিদ্যালয়

নেত্রকোনাঃ জেলার কলমাকান্দা উপজেলার বরদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকদের সঙ্গে অশালীন আচরণসহ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালকের কাছে বিদ্যালয়ের সাবেক একজন দাতা সদস্য ও একজন অভিভাবক লিখিতভাবে অভিযোগ দিয়েছেন।

অভিযোগ থেকে জানা গেছে, ১৯৯৬ সালে প্রধান শিক্ষক হিসাবে মো. আব্দুল হেলিম যোগদানের পর থেকেই ওই বিদ্যালয়ে নানা সমস্যা শুরু হয়। তিনি নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এসব দুর্নীতির কারণে ২০১৭ সালে পরিচালনা কমিটি তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করে। এরপর আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটি ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর তাকে বিদ্যালয় পরিচালনা কমিটির কাছে পুনর্বহালের সিদ্ধান্ত দেন। এরপর তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির কাছে যোগদান না করে নিয়মবহির্ভূতভাবে ওই বছরের ১০ ডিসেম্বর জেলা শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন দিয়ে যোগদান করেন। এ ছাড়াও অভিযোগ রয়েছে, তিনি শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে ‘উন্নয়ন ফি’ নামে ১০০০ টাকা করে আদায় করেন। এ টাকা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরে জমা না দিয়ে নিজেই আত্মসাৎ করেন। বিদ্যালয়ের তহবিল থেকে ঋণ নিয়ে ব্যক্তিগত মোটরসাইকেল ক্রয় করে ওই টাকা আর ফেরত দেননি।

অভিযোগকারী অভিভাবক শামীমা আক্তার জানান, আমার ছেলে সাকিব আল হাসানকে ওই বিদ্যালয়ে ভর্তি করি। ভর্তির সময় অন্যান্য ফির সঙ্গে প্রধান শিক্ষক মো. আব্দুল হেলিম উন্নয়ন ফি ৫০০ টাকা নেন। পরে পাঁচ মাস পরে আবার বেতনের সঙ্গে উন্নয়ন ফি আরও ৫০০ টাকা নেন। বিষয়টি জানতে চাইলে তিনি আমার সঙ্গে খারাপ আচরণ করে বিদ্যালয় থেকে বের হয়ে যেতে বলেন। আরেক অভিযোগকারী সাবেক দাতা সদস্য হাফিজুর রহমান আনছারী বলেন, প্রধান শিক্ষক অব্যাহতভাবে অনিয়ম চালিয়ে আসছেন।

অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মো. আব্দুল হেলিম বলেন, ‘এর আগেও বেশ কয়েকবার আমার বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে। কয়েকজন ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন জায়গায় অভিযোগ করে আসছেন। এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’

জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গফুর বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়