ময়মনসিংহঃ জেলার নান্দাইলে নিজ কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৩৮) নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার মুসুল্লি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত সাইফুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রয়েলবাড়ি ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। তিনি নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের চপই দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক ছিলেন। মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে অটোরিকশা করে মাদ্রাসায় যাওয়ার পথে দুর্ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে আসা বাসচাপায় তিনি নিহত হন।
নান্দাইল হাইওয়ে থানার ওসি শফিউর রহমান জানান, আরও দুজন গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক বাসটি আটক করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়