website page counter করোনা নিয়ে নৌ প্রতিমন্ত্রীর বার্তা - শিক্ষাবার্তা ডট কম

বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২০ ইং, ১২ই চৈত্র, ১৪২৬ বঙ্গাব্দ | বসন্তকাল | ⏰ রাত ৮:২১

করোনা নিয়ে নৌ প্রতিমন্ত্রীর বার্তা

নিজস্ব প্রতিবেদক।।
করোনাভাইরাস প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে বন্দর কর্তৃপক্ষসহ বিভিন্ন দফতর ও সংস্থা প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং- এর মাধ্যেমে কথা বলে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রোববার সচিবালয়ের নিজ অফিসে বসে মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থা প্রধানদের সাথে তিনি এ ভিডিও কনফারেন্সিং করেন।

করোনা সতর্কতার অংশ হিসেবে সাধারণ সভার পরিবর্তে এ ভিডিও কনফারেন্স হয়। এ সময় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব নির্দেশনা মেনে চলতে সবাইকে নির্দেশ দেন।

এ বিষয়ে প্রতিমন্ত্রী জানান, জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও কনফারেন্সি- এর মাধ্যমে মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এ ধরণের আলোচনা অব্যাহত থাকবে। আজকের ভিডিও কনফারেন্সটি পরীক্ষামূলক ছিল। এর মাধ্যমে যারা অংশ নিয়েছেন তাদের করোনা মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

রোববার নৌ পরিবহন প্রতিমন্ত্রীর ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর কর্তপক্ষ, স্থল বন্দর কর্তৃপক্ষ, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, নৌ পরিবহন কর্পোরেশন, শিপিং কর্পোরেশন, নৌ পরিবহন অধিদফতর, মেরিন একাডেমি ও ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট এর প্রধানগণ যোগ দেন। তারা করোনা মোকাবিলায় নিজ নিজ দপ্তরের গৃহীত কর্মসূচির বিষয়গুলো প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

এই বিভাগের আরও খবরঃ